Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: 32শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর এলাকায় অবৈধ ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করতে না দেয়ায় ইসলামপুর ফিডারে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী শিরিন ক্যাবল নেওয়ার্কের মালিক মাসুদ খানকে একদল সন্ত্রাসী গত ১৫ ফেব্রুয়ারী রাত অনুমান ১০টায় ইসলাম ইউনিয়নের কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট অতর্কিত হামলা করে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শরীযতপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকায় প্রেরন করেছে। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় শরীয়তপুর ও মাদারীপুরের ক্যাবল নেটওয়ার্ক সমিতির উদ্যোগে ক্যাবল ব্যবসায়ীরা শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাম নে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ সময় ব্যবসায়ীরা মাসুদ খানের উপর হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তিদানের জন্য দাবী জানায়। আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর ফরিদপুরের সকল ক্যাবল ব্যবসায়ী সম্প্রচার বন্ধ রেখে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করবে। এ সময় উপস্থিতছিলেন শরীয়তপুরের ক্যাবল ব্যবসায়ী সমিতির সভাপুতি মোঃ রেজািউল হক রেজা,সাধারন সম্পাদক জুলহাস াাহম্মেদ, হুমায়ুন কবীর, হারুন অর রশিদ, মেহেদী হাসান, মোঃ আলতাফ হোসেন, ও মাদারীপুর জেলার ক্যাবল ব্যবসায়ী সহ শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আযাদ।