খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: দৈনিক আমার দেশ পত্রিকা ও এফএনএস নিউজের বাগেরহাট প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক জাকারিয়া মাহমুদ (৭০) গুরুত্বও অসুস্থ অবস্থায় তাকে বাগেরহাট সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়্।তার পরিবারের পক্ষথেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন। এদিকে জাকারিয়া মাহমুদে অসুস্থতার কথা শুনে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হাদার ,সহসভাপতি নিহার রঞ্জন সাহা,সাবেক সভাপতি এ্যাড মোজ্জাফ্ফর হোসেন,অধ্যাপক এবিএম মোশারেফ হোসেন,বাংলা ভিষনের প্রতিনিধি প্রভাষক মোল্লা মাসুদুল হক,পিটিবি নিউজ ও দৈনিক গনমুক্তির জেলা প্রতিনিধি এস এম রাজ,দৈনিক ভোরের দপর্ণ পত্রিকার সৈয়দ শওকত হোসেন আরটিবির এস এম সামসুর রহমান,আলোকিত সংবাদেও সোহরাব হোসেন রতন সহ প্রেসক্লাব ও জেলার কর্মরত সাংবাদিকরা ছুটে জান। এসময় সাংবাদিকরা তার চিকিৎসার খোজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন।