খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ঢাকা আইনজীবী সমিতি জরুরী চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে ’শহীদ মুক্তিযোদ্ধা আইনজীবী ক্লিনিক’ নির্মাণ করেছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে ক্লিনিকের শুভ উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক মোঃ আয়ুবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা আইনজীবী সমিতি’কে চার শয্যাবিশিষ্ট উক্ত প্রাইমারি ক্লিনিক প্রতিষ্ঠার জন্য ২০ (বিশ) লক্ষ টাকার অনুদান প্রদান করেছে।