খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: সিদ্দিক হোসেন, দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বাণিজ্য মেলা ভবিষ্যৎ সম্ভবনা ও অর্থনীতির কথা বলে উল্লেখ করে বলেন, মেলাকে শুধু আনন্দ ও উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ বিদেশে তথা আন্তজার্তিক ভাবে দেশীয় পণ্য চাহিদা সৃষ্টি করতে বাণিজ্য প্রয়োজনীয়তা অপরিহার্য। দিনাজপুরের কাঠারী ভোগ চাল ও চিড়া, সুগন্ধী আব চাল, পাপড় ও গিরিধারী চানাচুরের চাহিদা বিদেশে এখন প্রচুর। পোষাকসহ বিভিন্ন দেশীয় পণ্য বিদেশে রপ্তানী করে প্রচুর বিদেশী ডলার উর্পাজন হওয়ায় দেশে বর্তমানে ৩২ বিলিয়ন ডলার ও ৭ দশমিক ২ রির্জাভ মজুদ রয়েছে। প্রধানন্ত্রী শেখ হাসিনার নানা মুখী অর্থনৈতিক পরিকল্পনায় দেশ অর্থনৈতিক ভাবে সাবলম্বী হচ্ছে। এই মেলা শুধু কেনা বেচা নয় দেশ বিদেশে পরিচিতি লাভ করবে দিনাজপুরে উৎপাদিত ও তৈরীকৃত খাদ্য শস্যের। মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শনসহ সংক্ষিপ্ত প্রদর্শনীতে মাদকদ্রব্য, জঙ্গীবাদ, ইভটিচিং চিত্র প্রদর্শন করে যুব সমাজকে সঠিক পথে থাকার উৎসাহ যোগাতে হবে। হুইপ ইকবালুর রহিম গতকাল ১৯ ফেব্র“য়ারী রোববার মাসব্যাপী ১২তম দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সাদেক মিঞা, পুলিশ সুপার হামিদুল আলম। দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হূমায়ূন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, মেলা কমিটির আহবায়ক মোঃ শামীম কবীর প্রমুখ। মেলায় উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, চাউল কল মালিক সমিতির সারোয়ার আশফাক লিয়নসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাণিজ্য মেলায় ১০০টি স্টলসহ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সিলিফার, সাম্পান, নাগরদোলা, সুইন চেয়ার, বেবী ট্রেন, গুলার, ব্যাটারী চালিত গাড়ীর আয়োজন রয়েছে।