Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: 65জামালপুর মাদারগঞ্জ সড়কে বেইলী ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাকসহ নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। এ সময় ট্রাকের পিছনে থাকা দুইজন হোন্ডা আরোহী আসাদ (২৮) ও জহুরুল ইসলাম (৩১) আহত হন। ঢাকা থেকে শাহ্ সিমেন্টে ভর্তি ঢাকা মেট্টো-উ১১-২৫৯০ ট্রাকটি মাদারগঞ্জ জামান ট্রেড এন্টারপ্রাইজে যাওয়ার পথে অতিরিক্ত অভারলোডের কারণে বেইলী ব্রিজ ভেঙে পড়ায় জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রোববার দুপুর দুইটার দিকে মেলান্দহ উপজেলার চর আদিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদশী সূত্র জানায়, জামালপুর-মাদারগঞ্জ সড়কের চর আদিয়ারপাড়া এলাকায় দাঁতভাঙা নামে ইস্পাতের তৈরি বেইলী ব্রিজটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় ঝুঁকিপূর্ণ ছিল। আজ দুপুরে ঢাকা থেকে মাদারগঞ্জগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক ব্রিজের ওপর উঠে। শাহ সিমেন্ট কোম্পানীর মাত্রাতিরিক্ত ৩৫ মে.টন সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজের উঠার পরপরই সেতুর প্রথম অংশের মাঝখানে ভেঙে যায়। ফলে ট্রাকটি নীচে পড়ে যায়। এতে বন্ধ হয়ে যায় জামালপুর-মাদারগঞ্জ সড়কের যাতায়াত ব্যবস্থা। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তাদেরকে আমরা দেখিনি।

মাদারগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান বলেন, বেইলী ব্রিজটি ভেঙে যাওয়ায় জামালপুর-মাদারগঞ্জ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এখন জামালপুর থেকে মাদারগঞ্জ আসা যাওয়া করতে হলে প্রায় বিশ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সেতুটি মেরামত করতে দশ থেকে পনের দিন সময় লাগবে। তবে জনসাধরণের চলাচলের জন্য আপাততঃ একটি বিকল্প রাস্তা করা হবে। যাতে করে সাধারণ মানুষের চলাচলের ব্যাঘাত না ঘটে। তিনি আরো বলেন, ট্রাকটি আটক করে ওই সিমেন্ট কোম্পানীর কাছ থেকে ক্ষতিপুরণ দাবি করা হবে। এছাড়াও ব্রিজটি মেরামত ও বিকল্প রাস্তা করার জন্য জামালপুর সড়ক জনপথকে অবহিত করা হয়েছে।

উপ বিভাগীয় প্রকৌশলী খন্দকার শরিফুল আলম বলেন, আমরা ভেঙ্গেপড়া ব্রিজটি পরিদর্শন করেছি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। যাতে জনসাধারণ চলাচল করতে পারে সেদিকেই প্রথমে আমরা নজর দিচ্ছি। তবে ব্রিজটি মেরামত করতে প্রায় দশ থেকে পনের দিন সময় লাগবে।