খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: নেটে লম্বা সময় ধরে ব্যাটিং করার রেকর্ডটা রুয়ান্ডার ব্যাটসম্যান এরিক ডুসিংগিজিমানার। গত বছর মে মাসে এ রেকর্ডের মালিক হয়েছিলেন তিনি। রেকর্ড গড়ার উদ্দেশ্য নয়, বরং তহবিল সংগ্রহ করাই ছিল এরিকের মূল লক্ষ্য। যে অর্থ দিয়ে সাহায্য করা হবে অসহায়দের। তার সে উদ্দেশ্য সফলও হয়েছিল। প্রায় ১ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছিল তখন।
এরিকের পথে হেঁটে মহিলা ক্রিকেটার হিসেবে নেটে লম্বা সময় ধরে ব্যাট করার রেকর্ড গড়ে ফেলেছেন আরেক রুয়ান্ডান ক্যাথিয়া উওয়ামাহোরো। ২৪ বছর বয়সী এ মহিলা ক্রিকেটার একটানা ২৬ ঘণ্টা নেটে ব্যাট করেছেন। তার উদ্দেশ্যও তহবিল সংগ্রহ করা। যে অর্থ ব্যয় করা হবে রুয়ান্ডায় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে।
বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি নেটে ব্যাটিং শুরু করেন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তিনি ব্যাটিং চালিয়ে যান। রেকর্ড গড়ার পর উচ্ছ্বসীত ক্যাথিয়া বলেন, ‘শুরুতে আমি বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলাম। কিন্তু আস্তে আস্তে আমি দুর্বল হয়ে পড়ি। তবে আমার চারপাশে অনেক লোক ছিল। তারা আমায় সমর্থন দিয়ে যাচ্ছিল। উৎসাহিত করছিল। তাদের উৎসাহ আর সমর্থন আমাকে শক্তি জোগাচ্ছিল। সে কারণেই শেষ পর্যন্ত আমি ব্যাটিং চালিয়ে যেতে পেরেছি। আমাকে বল করেছেন হেথার নাইট।’