খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: রাজধানীর গুলিস্তান টু যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বাস স্টেশন ও ফ্লাইওভারে ওঠার সিঁড়ি অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। রোববার আইনজীবী ব্যারিস্টার সাইফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে বলে জানান রিটকারী আইনজীবী।
রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং ঢাকা দক্ষিণের মেয়রসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী সাইফুল ইসলাম জানান, যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাসস্টেশন আছে। এসব স্টেশনে বাস ও লেগুনা থামিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। গত ৩-৪ মাসে ফ্লাইওভারের ওপরে ১০ জনের বেশি লোক মারা গেছে। এছাড়া বাসস্টেশন থাকার কারণে প্রায়ই যানজট থাকে। বাংলাদেশের অন্যান্য ফ্লাইওভারে সিঁড়ি ও বাসস্টেশন নেই। এসব যুক্তি উল্লেখ করে ফ্লাইওভারে বাসস্টেশন ও সিঁড়ি অপসারণ চেয়ে রিটটি করা হয়েছে।