খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত অর্থ পাচার মামলার দুই আসামি রাজসাক্ষী হওয়ার সুযোগ পেলেন। এই দুই আসামি হলেন- শাহজাদ আলী ও তাহমীনা আলী। একটি অর্থ পাচার মামলায় তারা সাক্ষী ছিলেন। পরবর্তীতে অর্থ পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকায় হাইকোর্ট তাদের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য দুদককে নির্দেশ দেন। ঐ নির্দেশের প্রেক্ষিতে তাদেরকে অর্থ পাচার মামলায় আসামি করে দুদক। এই মামলার প্রধান আসামি হলেন বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন। ইতোমধ্যেই একটি অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত তিনি।
গত ৭ ফেব্র“য়ারি ঢাকার বিশেষ জজ আদালত- ৩ এ অর্থ পাচার মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেন শাহজাদ আলী ও তাহমীনা আলী। আদালত ঐ আবেদন মঞ্জুর করে। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন।
মামুনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টে দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও আবেদনকারীর পক্ষে আইনজীবী সাব্বির হামজা চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এর ফলে দুই আসামি রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের দেয়া আদেশ বহাল রইল বলে জানান দুদক কুশলী।