Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 3আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়া এক আইএস জঙ্গি স্বীকার করেছেন তিনি ৫শ মানুষের শিরচ্ছেদকরেছেন ও ২শ নারীকে অত্যাচার করেছেন। তবে এর জন্য তার কোনো অনুশোচনা নেই।
৫শ মানুষকে তিনি কিভাবে খুন করেছেন সে বর্ণনাও দিয়েছেন। এদের কাউকে তিনি শিরñেদ করেছেন আবার কাউকে চোখ বেঁধে গুলি করে হত্যা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি অবলীলায় স্বীকার করে গেছেন নিজের অপকর্মের কথা।

অমর হুসেইন নামের এই জঙ্গি বলেছেন, ইরাকে বাড়িতে বাড়িতে গিয়ে ইয়াজিদি ও সংখ্যালঘু অন্য নারীদের অত্যাচার করেছেন।
রয়টার্সকে এই জঙ্গি বলেছেন, যাকেই গুলি করা দরকার তাকেই আমরা গুলি করেছি, যার শিরñেদ করা দরকার আমরা করেছি। গেল অক্টোবরে তিনি ধরা পড়েন।
আহলে বায়াত নিউজ এজেন্সিকে উধ্বৃত করে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে সাত, আট, ১০ বা ৩০ থেকে ৪০ হোক আমার তাদের মরুভূমিতে নিয়ে গিয়ে খুন করেছি।
মাত্র ১৪ বছর বয়সেই কিভাবে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়েয় পড়েন সে কথাও জানিয়েছেন তিনি। নিজেকে দারিদ্র্যের শিকার বলেও দাবি করেছেন তিনি। তিনি বর্তমানে কুর্দি গোয়েন্দা বাহিনীর হেফাজতে রয়েছেন।
কুর্দি নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সে যে অত্যাচার ও খুন করেছে, তার প্রমাণ তাদের কাছে আছে। কিন্ত সে কী পরিমাণে এই অপরাধ করেছে, সে সম্পর্কে কোনো ধারনা এখনো পর্যন্ত তাদের কাছে নেই।