খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন ড. ফাহমিদা খাতুন। এর আগে তিনি এই প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ছিলেন।
রোববার রাতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সিপিডির বোর্ড অব ট্রাস্টিজের ৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির বর্তমান নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সম্মানীয় ফেলো হিসেবে কাজ করে যাবেন।
সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এ সভায় বোর্ড সদস্যরা ২০১৬ সালের বার্ষিক হিসাব এবং ২০১৭ সালের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন। পাশাপাশি তারা ২০১৭ সালের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডির গবেষণা, সংলাপ বিষয়ক কার্যক্রমের পরিকল্পনাও অনুমোদন করেন।
সভায় আগামী দিনে সিপিডির সার্বিক কার্যক্রমে কিছু বিষয়কে বিশেষভাবে বিবেচনা করার পরামর্শ দেয়া হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিকাশমান ও গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ইস্যু নিয়ে গবেষণা এবং সিপিডির গবেষণা ও নীতি প্রভাবনা কার্যক্রমে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার চেষ্টাকে জোরদার করা।