Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 16গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় খুনিরা শনাক্ত হয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহিদুল হক জানিয়েছেন খুব শিগগিরই খুনিরা গ্রেফতার হতে পারে।
সোমবার সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাঘার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশের আইজি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছ। কারা এ ঘটনা ঘটিয়েছে যে তিনজন ব্যক্তি মটরসাইকেলে তার বাড়িতে এসেছিলো সে তিনজন ব্যক্তিই পুলিশের নজরদারিতে রয়েছে। তাদের আমরা শনাক্ত করেছি।
তিনি বলেন, খুনিদেরকে খুব শিগগিরই গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।
এসময় আইজি বলেন, পুলিশের পেশাগত জ্ঞান বৃদ্ধি করার জন্য সকল সেক্টরে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছেও বলে জানান তিনি।
এর আগে পুলিশের মহাপরিদর্শক নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।