খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : বরগুনায় বাস মালিকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা, অবৈধভাবে রুট দখল, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় টাউন হল চত্তরে ঘণ্টাব্যাপী মানব্বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। নির্দিষ্ট স্থানে বাস টার্মিনাল স্থানান্তর ও যাত্রীদের হয়রাণী করার প্রতিবাদে এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবীতে বরগুনায় যাত্রী অধিকার রক্ষা কমিটি ও সিটিজেন জার্নালিস্ট টিম এসব কর্মসূচীর আয়োজন করে।
যাত্রী অধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দরা জানান, প্রভাবশালী বাস মালিকদের অবৈধ সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সেবার নামে হয়রানী করার অসংখ্য অভিযোগ রয়েছে তাদের কাছে। যদি কোন যাত্রী প্রতিবাদ করে তাদেরকে হতে হয় অপমান ও অপদস্ত। যাত্রী সেবার নামে হয়রানী করার অধিকার বাস মালিকদের নেই। এটা তাদের বন্ধ করতে হবে।
যাত্রী অধিকার রক্ষা কমিটির অর্থসম্পাদক তরুন অ্যাড. মিসকাত সাজ্জাত বলেন, বাস মালিকদের অন্যায় দাবীর কারনে বেকার যুবকদের ভোগান্তিতে ও অসহায় পরিবার গুলোকে পথে বসিয়ে দিচ্ছে। যেসব গরীব ছেলেরা আগে রাস্তায় ঘুরতো, নেশার জগতে ডুবে ছিল তারা একটা বাইক কিস্তিতে কিনে মোটামুটি ভাবে সংসার চালাতো। তাদের ইনকাম বাস মালিকদের অন্যায় দাবীর কারনে বন্ধ। অনেক পরিবার প্রধান নসিমন জাতীয় গাড়ি চালিয়ে ছেলে মেয়ে কে লেখা পড়া করাতো, বাবা মাকে দেখতো বড় একটা পরিবার চালাতো তাদের আয় রুজি বন্ধ। তাদের সেচ্ছাচারিতার কারনে সকালে বরগুনা থেকে বাস ছাড়লে বরিশাল গিয়া পৌছায় ১২ টায়। এ অন্যায় অত্যাচার দিনের পর দিন করে আসছে প্রভাবশালী বাস মালিকরা।
বাস মালিকদের এ ধরনের সিন্ডিকেটের অবসান ঘটাতে মানববন্ধন কর্মসূচিতে বরগুনার সুশীল সমাজ, শ্রমিক, তরুণ, যুব সমাজসহ ভুক্তভোগী সব সাধারণ মানুষ অংশ গ্রহন করে।