খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : মুসলিম এইড বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচী বরিশাল শাখার উদ্যোগে বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার শাখা ব্যবস্থাপকদের এক প্রশিক্ষণ কর্মশালা ১৯ ফেব্রুয়ারি রোববার বরিশালের মুসলিম এইডের মাইক্রো ফাইন্যান্স অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন মুসলিম এইডের কান্ট্রি ডিরেক্টর খায়রুল হাফিজ ও হেড অব মাইক্রোফিন্যান্স খন্দকার নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইডের এরিয়া ম্যানেজার মোঃ মনির উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন শাখা ব্যবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন এধরনের ট্রেনিং মুসলিম এইডের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে নিশ্চিত করবে। মুসলিম এইডের ওয়াস, ক্ষুদ্রঋণ, এসএমই এবং মানবতার কল্যাণে নিয়োজিত কার্যক্রমের ভুয়শি প্রশংসা করেন তিনি।