Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 33 আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়াণী মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে মোট ছাত্র- ছাত্রীর সংখ্যা ৩৩৫ । এর মধ্যে বালিকা ১৩৪ । শিক্ষক সংখ্যা ০৯ , এর মধ্যে নারী শিক্ষক ০২।

শিক্ষিা সুমী আক্তার নিয়মিত হাইজিন বা স্বাস্থ্যবিধি নিয়ে শ্রেনী কক্ষে ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে প্রকল্পের নিয়ম অনুযায়ী আলোচনা করে থাকেন। প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন বলেন, এ বিদ্যালয়ে এনএসএস রি- কল প্রকল্প থেকে মেয়েদের জন্য বরাদ্ধকৃত বিদ্যালয় লেট্রিন টি সত্যিই স্বাস্থ্য বিধি রক্ষায় একটি যুগান্ত পদক্ষেপ।
২০১৪ সালের দিকে এ লেট্রিন ভবনটি নির্মিত হয় দাতা সংস্থা অক্সফামের অর্থ প্রাপ্তির মাধ্যমে। এতে করে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে । আগে বিদ্যালযে ছাত্রীদের উপস্থিতি ছিল ৬০% । এটি ছিল অতি নগন্য । এ হার বেড়ে এখন দাড়িয়েছে ৮০% থেকে ৯০% এর মধ্যে।এর মানে দাড়ায় ছাত্রীরা এখন নিয়মিত ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষায় সহায়তা পাচ্ছে।
শিক্ষিকা সুমী আক্তার ছাত্রীদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার লক্ষ্যে একটি ছোট কক্ষে হাইজিন উপকরন সংরক্ষন করছেন যা বিশেষ মুহূর্তে সহায়ক হচ্ছে। অন্যদিকে কিশোরী মেয়েরা বিদ্যালয় লেট্রিন ব্যবহার , বেসিন ও আলাদা কর্নারে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার উপকরন ব্যবহারের সহায়তা পাচ্ছে।
বিদ্যালয় সম্পৃক্ত সিবিও পায়রারপার এর নির্বাহী কমিটি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এছাড়া এলাকার জনগনও এটিকে প্রসংসা করে। এ জন্য কমিউনিটি অনুভব করছে স্বাস্থ্যবিধি এলাকার উন্নয়নে অত্যন্ত জরুরী। বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার মিম বলেন, “ আমরা এই বিদ্যালয়ে এরকম একটি কাজকে স্বাগত জানাই এবং আমরা গর্বিত, আমাদের শিক্ষিকা সুমী আপা একদিকে আমাদের যেমন সহায়তা করেন অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উৎসাহিত করেন। সে আমাদের বন্ধুর মতো। পানি ও পয়ঃ নিঃষ্কাশন ব্যবস্থা প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত জরুরী। ” বিদ্যালয়ের ছাত্রীরা এখন স্বতঃস্ফুর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে।