Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 46জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এই দিনটি এখন শোক আর বেদনার দিন নয়, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার স‍ার্বজনীন উৎসবের দিন।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সোমবার (২০ ফেব্র“য়ারি) এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি ভাষা শহীদদের আত্মত্যাগে বাংলা ভাষার অধিকার অর্জিত হয়। তবে এর পরই একুশের বহুমাত্রিকতা প্রকাশ পেতে থাকে এবং সে লক্ষ্যপথে বাঙালি জাতি একাত্তরে পৌঁছে যায় বীরদর্পে।
বাণীতে তিনি আরো বলেন, বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্র“য়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন।
আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এদিনটি আজ বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষ বটে।
এ মহান ত্যাগের দিনে বিরোধীদলীয় নেতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মাতৃভাষা বাংলার মর্যাদারা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের পবিত্র স্মৃতির প্রতি এবং একই সঙ্গে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।