Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 60 স্বাস্থ্য বিভাগে সরকারের উন্নয়ন অব্যাহত। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার আর এক ধাপ উন্নতি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানান গেছে, প্রধান মন্ত্রির বিশেষ ব্যবস্থাপনায় সারাদেশে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাণীশংকৈল উপজেলা কমপ্লেক্সে ৭জন নার্স ইতোমধ্যে যোগদান করেছে । এদিকে ২৯ জন ডাক্তার’র জায়গায় ১২ ডাক্তার কর্মরত থাকলেও তার মধ্যে ২জন ডাক্তার ২০১০ সাল থেকে কর্মস্থলে উপস্থিত নেই। তারা হচ্ছে ডাক্তার আব্দুল্লা আল-মামুন এবং ডাক্তার খন্দকার মারিয়া আরফিন। জরুরী বিভাগে কোন ওয়াডবয় নেই। সেখানে একজন সুইপার দীলিপ নামক ব্যক্তি রুগীদের জখম স্থান সেলাই করে থাকে এবং একজন পাবলিক যুবকে দেখা যায়। অপরদিকে হাসপাতে সিজারিং’র যাবতীয় ব্যবস্থাপনা থাকলেও সংশ্লিষ্ট ডাক্তারের অভাবে সিজারিং কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে এলাকার গরীব প্রসুতি মা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও হাসপাতালে ব্যাপক অনিয়ম দূর্নীতি রয়েছে, হাসপাতাল কোয়াটাগুলোতে বহিরাগত লোকজন বসবাস করছে। তাদের ঘরভাড়ার টাকাগুলো কোথায় যাচ্ছে ? নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জড়িত রয়েছে। একটি সচেতন মহল।
এব্যাপারে টিএইচ ডাক্তার কবির জানান, সিজারিং ডাক্তার’র জন্য ইতি মধ্যেই চাহিদা দেওয়া হয়েছে। ডাক্তার যোগদান করলেই সিজারিং কার্যক্রম শুরু হবে। টিএইচ বলেন এসব তিনি কিছুই জানেন না। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।