খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ :নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ৫ও৬ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহার ১৪ মার্চ। ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তবে আইনি জটিলতা থাকায় সে নির্বাচন করতে পারেনি রকিব কমিশন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করলো।