
ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক পরিবেশ সচেতন ব্যাংক। অভ্যন্তরীনভাবে আমরা সব সময় গ্রিন ব্যাংকিং অনুসরণ করে চলি এবং বিনিয়োগের ক্ষেত্রেও পরিবেশ সচেতন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে থাকি। পরিবেশের প্রতি আমাদের এই দায়বদ্ধতা থেকেই আমরা সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে অতীতেও পৃষ্ঠপোষকতা করেছি বর্তমানেও করছি।
এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. আবু জাকের এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।