Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 68নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যেগে মহান শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৫দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকালে নোয়াখালী কেন্দ্রী শহীদ মিনার প্রাঙ্গনে পুলিশ সুপার ইলিয়াছ শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মাহে আলম, এনডিসি মো: বরমান হোসেন, নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক, এড. এমদাদ হোসেন কৈশর, মুক্তিযোদ্ধা জিএস আবুল কাশেম, সাংবাদিক একেএম জোবায়ের, আলমগীর ইউসুফ, মামুন চৌধুরী, আনোয়ারুল হায়দার, মোহাম্মদ সোহেল, জুয়েল রানা লিটন, ইকবাল হোসেন সুমন’সহ বই মেলার উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বই মেলায় বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক মাতৃ ভূমি স্টল, নোয়াখালী জেলার বিভিন্ন পুস্তুক ব্যবাসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীসহ ৩০টি বইয়ের স্টলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বিলিত বইয়ের স্থান পেয়েছে।