খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : স্কুল ব্যাগে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে ১৮ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে চট্টগ্রামের মইজ্জারটেক ফ্রেশ সুপার মার্কেটস্থ “ক্যাফে আল-মক্কা হোটেল, রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউস” এর সামনে বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মোঃ ইসমাইল প্রকাশ মানিক (২৮), মোঃ আবুল কালাম (৩৭), নামে দুই পাচারকারীকে আটক করা হয়।
আজ সোমবার দুপুরে নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।