খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শহীদ মিনার মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্র“য়ারী সোমবার বিকেলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে বীরগঞ্জবাসীর বহুল প্রত্যাশিত এই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অধ্যাপক কালীপদ রায়ে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, উপজেলা ডেপুটি কমান্ডার অধ্যাপক হামিদুল হক, দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মীরা মাহাবুব ও বিশিষ্ট ঠিকাদার সত্য ঘোষ।