খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপি এ গণশুননী অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র ‘জাস্টিস ফর অল প্রোগ্রাম’ এর অর্থায়নে, জেলা লিগ্যাল এইড কমিটি, মুন্সিগঞ্জ এবং মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর যৌথ আয়োজনে এ কার্যক্রমে সভাপতিত্ব করেন শ্রীনগর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি’র সভাপতি ও ইউপি’র চেয়ারম্যান মো; মোকলেসুর রহমান। গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী মো: লাবলু মোল্লা এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর সহকারী কর্মকর্তা (ভূমি) আমিনুল ইসলাম। গরীব অসহায় এবং মামলার ব্যয়ভার বহণে অক্ষম ব্যক্তিদের আইনগত সহায়তা, জেলা লিগ্যাল এইড কমিটিসহ অন্যান্য কমিটির কার্যক্রম এবং ন্যায় বিচার প্রার্থীদের করনীয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। গণশুনানীকালে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত হয়ে তাঁদের আইনগত সমস্যা এবং কিভাবে তাঁরা আইনগত সহায়তা পেতে পারেন সে বিষয়ে প্রশ্ন করেন। জেলা লিগ্যাল এইডের প্যানে আইনজীবী মো: লাবলু মোল্লা এ সমস্ত প্রশ্নের জবাব ও আইনি পরামর্শ দেন। এছাড়া আইনী সেবাবঞ্চিত মানুষদের সরকারী খরচে আইনগত সেবা নেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাস্টিস ফর অল-মুন্সিগঞ্জ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুব হাসান।