খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ : নীলফামারীর ডোমারে গণ মানুষের সাথে মতবিনিময় করতে ব্যাস্ত সময় পার করছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আলহাজ্ব মনোয়ার হোসেন। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ডোমার ডিমলা আসনের আওয়ামীলীগের প্রার্থী হিসাবে পরিচিত ও দোয়া কামনা করে সোমবার সকালে উপজেলার ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নের বিভিন্ন হাটে বাজারে ও দোকানে গণ মানুষের কাছে ছুটে যান তিনি। কাজীর হাট, চিলাহাটি, বিওপি বাজার, গোসাইগঞ্জ বাজার সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এ্যাডভোকেট আলহাজ্ব মনোয়ার। দির্ঘদিন যাবত ঈদে ও পূজায় শুভেচ্ছা বানী দিয়ে এলাকায় বেশ পরিচিতি লাভ করেন। অপরদিকে সাধারণ মানুষের কাছে গিয়ে খোজ খবর নেয়ায় বেশ উৎসাহ ও উদ্দিপনা দেখা দিয়েছে নেতা কর্মীদের মাঝে। আগামী নির্বাচনে দল থেকে তাকে মনোনয়ন দিলে সুখে দুঃখে সকলকে সাথে নিয়ে ডোমার ডিমলার ব্যপক উন্নয়ন করার প্রত্যয় ব্যাক্ত করেন এই নেতা।