খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: বেনাপোল সিকড়ী বটতলা এলাকায়-মাদক ব্যাবসায়িদের দু গ্রুপের সংঘর্ষে অর্ধশত মামলার আসামী সীমান্তের মাদক সম্রাট ইয়াবা সেলিম হোসেন গুলিবৃদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহত সেলিম ভবেরবেড় গ্রামের তাহের আলী ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
পোর্ট থানার ওসি অর্পর্ব হাসান বলেন-এলাকার মাদক সম্রাট হিসেবে খ্যাত সেলিম দীর্ঘদিন যাবত হিরোইন ইয়াবা ও ফেনসিডিল পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মাদক অস্ত্র সহ অর্ধশত মামলা রয়েছে। মঙ্গলবাল ভোর রাতে বেনাপোল সিকড়ী বটতলা এলাকায় চোরাচালীদের সাথে সংষর্ষে নিহত হয়। তার লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরন করে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে তারা।