Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

da...................1খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ : কিশোরগঞ্জ , প্রতিনিধীঃ আজ কিশোরগঞ্জ-তারাগঞ্জ উপজেলা সংযোগ সড়কের মধ্যবর্তী স্থান তারাগঞ্জ থানা পাড়া সংলগ্ন কিশোরগঞ্জ রোডে একটি  মাহিন্দ্র বড় ট্রলি পথচারী সাহেদা নামের এক নারী ও তার শিশু সন্তানকে চাপাদিলে  ঘটনাস্থলেই তারা মারা যান।
উপস্থিত লোকজনের কাছ থেকে জানা যায়,বালু ভর্তি ট্রলিটি কিশোরগঞ্জ সংযোগ সড়ক বেইলী ব্রীজের নিচে থেকে বালু নিয়ে বেপরওয়া ভাবে তারাগঞ্জের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মহিলার বয়স আনুমানিক (৩৫)শিশু সন্তানের বয়স প্রায় তিন বছর।
লাশ ২টি এখনো রাস্তায় পড়ে আছে। তবে দুই থানারই পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ ঘটনা স্থলে উপস্থিত আছেন এবং মর্মান্তিক এই বিষটির আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নিচ্ছে।
দুর্ঘটনার সাথে সাথেই চালক পালিয়ে গেছ। দুর্ঘটনার গাড়ীটি তারাগঞ্জ উপজেলা পুলিশ সংরক্ষনে আছে। লাশ সম্ভবত কিশোরগঞ্জ পুলিশ হেফাজতে মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন। মৃত মহিলা স্বামীর বাড়ী বাহাগীলী ইউ,পির ময়না কুঁড়িতে,তার বাবার বাড়ী তারাগঞ্জ ঘড়িরাম পুর। স্বামী ঢাকায় রিক্সা চালান। সন্তানের চিকিৎসা নিতে ডাক্তারের কাছ থেকে ভ্যানে বাড়ী ফিরে যাওয়ার পথে এই ঘটনায় আর বাড়ী ফেরা হল না।তবে ভ্যান চালকের তেমন কোন ক্ষতি হয়নি।
এলাকাবাসি মাহিন্দ্রা ট্রলির বন্ধের জোড়ালো দাবি করে পথ অবরোধ করলে প্রশাসন তা স্বাভাবিক পর্যায় করার চেস্টায় আছেন।।
এই দুর্ঘটনার পরবর্তী পর্যায়ের সংবাদ জেনে আবারও প্রকাশ করা হবে।