খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: গাজীপুরের কালিয়াকৈরে একটি মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। সোমবার রাত ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রাত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা অপূর্ব বল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রাত্রিমোড় এলাকায় কালামপুর রোডের মাথায় একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খরব পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের ৫টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগুনে প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।