খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: পঞ্চগড়ের বিলুপ্ত ৭৮ নং গাড়াতী ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদারাসা ,মফিজার রহমান কলেজ ও রাজনগড় উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিলুপ্ত গাড়াতী ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদারাসা,মফিজার রহমান কলেজ ও রাজনগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পৃথক পৃথক র্যালী বের করে।
র্যালীটি নিজ নিজ মাঠে প্রদক্ষিন শেষে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধ্াঞ্জলী অর্পন করা হয়। এসময় মফিজার রহমান কলেজে ও রাজনগড় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মফিজার রহমান ,কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদারাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মোজাম্মেল হকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে মোনাজাত করা হয়।