খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ : মহান ভাষা শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টি।
মঙ্গলবার দলের মহাসচিব এম. এম. আমিনুর রহমানের নেতৃত্বে কল্যাণ পার্টি ও অংগ-সহযোগি সংগঠন সমূহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যম শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ নুরুল কবির ভুইয়া পিন্টু, দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন, অর্থ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মুসা মিয়া মজুমদার, ছাত্র কল্যাণ পার্টির সাধারন সম্পাদক শেখ এনামুল হাসান তানিম প্রমুখ। এসময় এম.এম আমিনুর রহমান ভাষা শহীদদের অমন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র, গণতন্ত্র রক্ষার স্বার্থে একুশের চেতনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোন বিকল্প নাই।