খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: হামদর্দ মুন্সীগঞ্জে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুস্থ্য ও গরিবদের মাঝে ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করে। প্রতিবারের মতো এবারও হামদর্দ ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেছে। মঙ্গলবার বেলা ১০ টা থেকে ১২টা পর্যন্ত হামদর্দ মুন্সীগঞ্জ কার্যালয় হতে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলা শহরের শতাধিক দুস্থ্য ও গরীবের মাঝে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ সময় হামদর্দ মুন্সীগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক মীর মোঃ শাহ আলম, শাখা ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, ডাঃ মোঃ আব্দুর রশিদ, মোঃ সুলতান উদ্দিনসহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।