Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে শহরের প্রধান শহীদ মিনারে কেউ নেই। এমনি চিত্র চোখে পড়েছে নরসিংদীর বস্ত্র-শিল্প শহর খ্যাত মাধবদী এসপি ইনস্টিটিউশন শহীদ মিনারে।

জানাযায়,নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী এসপি ইনস্টিটিউশন। ১৯৪৬ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৫২’র ভাষা আন্দোলনের পর শহীদদের স্মরণে তৎকালে শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়। যার অবস্থান স্কুল সংলগ্ন মাঠের দক্ষিণ-পূর্ব কোণে। শহীদ মিনারটি নির্মাণের পর থেকে যুগ যুগ ধরে এটি মাধবদী পৌর শহরের প্রধান শহীদ মিনার হিসেবে একুশের প্রথম প্রহরে ভাষা প্রেমিকদের পদচারণায় মুখরিত হয়ে আসছে। তবে বিগত সময়ে খেলার মাঠটি বারবার মাটি ভরাটের মাধ্যমে সংস্কারের কারনে শহীদ মিনারটির সুউচ্চ বেদী মাটির নীচে চাপা পড়ে এর সৌন্দর্য হারায়।

এছাড়া ফলে ক্রমশ এর প্রতি মানুষ আকর্ষণ হারায়। গত অর্ধযুগ ধরে প্রায় প্রতিবছরই একুশের প্রথম প্রহর থেকে ভোর পর্যন্ত শ্রদ্ধা জানাতে এখানে কোন মানুষের উপস্থিতি দেখা যায়না। এছাড়া বিশেষ এ দিনটিতেও শহীদ মিনারটি ময়লা আবর্জনা বেষ্টিত থাকে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসি জানায়, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানি সম্পদ মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) নজরুল ইসলাম হীরু(বীরপ্রতীক) থাকা সত্ত্বেও শহীদ মিনারটি এ অবস্থায় থাকা দু:খজনক। তারা দ্রুত এর সংস্কার দাবী করেন।
মাধবদীর প্রবীণ সাংবাদিক ও সহিত্যিক এমদাদুল ইসলাম খোকন জানান, অত্র স্কুলের নামে কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও শহীদ মিনারটির এ অবস্থা মেনে নেয়া যায়না। শহীদ মিনারটির প্রতি কর্তৃপক্ষের দ্রুত নজর দেয়া জরুরী উল্লেখ করে তিনি বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পেলে এটি এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্বীকৃতি পেতে পারে।

এদিকে একুশের প্রথম প্রহরে মাধবদী মহা বিদ্যালয় শহীদ মিনারে মাধবদী শহর আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন শহর আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে সকাল ৮টায় মাধবদী পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক পৌরপরিষদ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মাধবদী এসপি ইনস্টিটিউশন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও এসময় মাধবদীর বৃহত্তম সেবামূলক সংগঠন হৃদয়ে বাংলাদেশ, মাধবদী সাংবাদিক সংস্থা, মাধবদী প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তাছাড়া ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়।