খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল উপজেলা প্রশাসন, রামপাল উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা, রামপাল প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রভাতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরীটি রামপাল উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় সমবেত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, রামপাল উপজেলা চেয়্যারম্যান শেখ মোঃ আবু সাইদ, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস চেয়্যারম্যান মোয়জ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়্যারম্যান হোসনেয়ারা মিলি, কৃষি কর্মকর্তা শংকর কুমার মজুমদার, প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদী সহ বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ। অপরদিকে ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন্র করেছে ২নং উজলকুড় ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।