খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: সাভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এনাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
পথচারি ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে সাভারের রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যাক্তিকে অসুস্থ্য অবস্থায় দেখতে পায় পথচারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।