খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠন বিনম্র শ্রদ্ধায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে।
দিবসটি উপলক্ষে সকালে সদর উপজেলার কৈকুরী পাড় আদর্শ বেসকারী প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীটি গ্রামাঞ্চলের পথ ঘুরে বিদ্যালয় মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে।
এছাড়াও দিনব্যাপী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে র্যালী, আলোচনাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে দিবসটি।