Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭:  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্ত নিয়ে সংঘর্ষের জেরে প্রতিপক্ষের চারটি বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছামেদ আলী গ্রুপের বিরুদ্ধে। সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় বালুচর ইউনিয়নের আগবর নগর এলাকায় এ ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষে টেঁটা বিদ্ধ হন মো. জয়নাল আবেদীন, ছালে আহম্মদ, নজরুল ইসলাম, আজিজুল বাউলসহ কমপক্ষে ১৫ জন।

বালুচর ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছামেদ আলী পক্ষ ও মমতাজ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।