খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে শ্রীনগরে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ইউ এন ও যতন মার্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,যোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আজিজুল ইসলাম ও আবু হানিফা মোঃ নোমান। রুমি খান ও মিলি আক্তারের উপস্থাপনায় সাংষ্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন স্বর্ণা সূত্রধর,পার্থ সারথী,সাংবাদিক নজরুল ইসলাম ও অঞ্জন পাল।
রাত ১২টা-১মিনিটে শহীদ মিনার বেদিতে পুষ্পাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে ইউ এন ও যতন মার্মা, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের পক্ষ থেকে তোফাজ্জল হোসেন, থানা প্রশাসনের পক্ষ থেকে ওসি এস এম আলমগীর হোসেন, শ্রীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে আওলাদ হোসেন ও আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান (জিঠু), উপজেলা বি এন পির পক্ষ থেকে সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম কানন।
এছাড়া সকাল ৮টায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শ্রীনগর ষ্টেডিয়াম থেকে একটি প্রভাত ফেরী নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পাঞ্জলী অর্পণ করে।