Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭:  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিকাল ২.০০টার দিকে কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কে আজ মঙ্গলবার কেল্লাবাড়ী নামক স্থানে ভ্যান এবং ট্রলির মুখোমুখি সংর্ঘষে মা ও মেয়ের ঘটনা স্থলেই মৃত্যু হয়।

মৃত্যের পারিবারিক সূত্র জানায় বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি গ্রামের হাসান ওরফে ফেলদেয়ার স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে আশেকা আকতার (২) আত্মীয়র বাড়ী হতে ময়নাকুড়ি ফিরছিল । ফেরার সময় কেল্লাবাড়ী নামক স্থানে পৌছিলে অপর দিক থেকে বালু বোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে।

এ সময় মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। ভ্যান চালকের কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ঘাতক ট্রলিটিকে এলাকাবাসী আটক করেলে ও এর চালক পালিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার বিষয়টি স্বীকার করেন।