তুমি বিস্ম্রিত লগ্ন মাধুরির জলে ভেজা কবিতায়, আছো সোহরাওয়ার্দী_ শেরেবাংলা_ ভাষানীর শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলেহারা মা জাহানারা ঈমামের ৭১_এর দিনগুলি, তুমি জসীমউদ্দীনের “নকশী কাঁথার মাঠ” মুঠোমুঠো সোনার খনি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরী, ভাইহারা যুদ্ধের গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি।।