Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭:  সর্বস্তরে বাংলা ভাষা চালুর আহবানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজ ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহণ করে।

অমর একুশের প্রথম প্রহরে শেরপুর জেলা শহরের চকবাজারস্থ কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রত্যুষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাত ফেরী বের এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ভাষা সৈনিক ও প্রবীণ শিক্ষাবিদ সৈয়দ আবদুল হান্নান, জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ স ম নুরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তাগণ বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতিবাহী মহান একুশের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।