মুন্সীগঞ্জে এই প্রথম ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছেন বেতকা ইউনিয়ন চেয়ারম্যান মো: জাহিদ আলম শিকদার বাচ্চু। তার সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলবার মাগরিবের নামাজের পর দাবনল শিল্পী গোষ্ঠীর একটি দল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ইসলামী সঙ্গীত, নাত ও হামদ পরিবেশ করে। হাজার হাজার দর্শক উপস্থিত হয় সেই সঙ্গীতানুষ্ঠানে। মনমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ উপস্থিত শ্রোতা। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যতিক্রমধর্মী ইসলামী সঙ্গীত পিপাসু লোকজন আসে। বিকাল ৩টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও শিল্পীগণ আসতে দেরী করায় সন্ধ্যায় শুরু হয়েছে না’ত ও হা’মদ বারী তা’য়ালা। বিশেষ অতিথি হিসেবে সঙ্গীত শুনতে আসেন এস.এম মোস্তাফিজুর রহমান জলিল লিউ, তারিক আল হাসান, হাবিবুর রহমান হবি, মিসবাহ উদ্দিন মুরাদ।