খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: শহীদ দিবস ও অর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ৩দিন ব্যাপী বইমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, ভাষা সৈনিক জালাল উদ্দিন আহম্মেদ,জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর। আলোচনা শেষে ভজেলা পরিষদের চেয়ারম্যান বইমেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।এরপর ভাষা সৈনিক জালাল আহম্মেদ ,সত্ত রঞ্জন , নারায়ন চন্দ্র দে, াাঃ মালেক সহ ৭ জন ভাষা সৈনিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।