খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: কক্সবাজারের চকরিয়া উপজেলার বৃহত্তর ঢেমুশিয়া জলমহালকে লুনা পানি থেকে বাচিয়ে মিঠা পানির মাধ্যমে মৎস চাষ ও মৌসুমী চাষাবাদে বিগত তিন বছর ধরে স্থানীয় কৃষকদের যে সুবিধা টুকু দিতে পেরেছে তারই অগ্রাধিকার নিয়ে পুনরায় পশ্চিম বড়ভেওলা মৎসজীবী সমবায় সমিতি লিঃ চলতি মৌসুমেও সরকার থেকে ইজারা নেয়ার দাবী জানালো।
পশ্চিম বড়ভেওলা মৎসজীবী সমবায় সমিতি লিঃ তর্কৃক বিগত ১৪২১ বাংলা হতে ১৪২৩ বাংলা পর্যন্ত সরকার থেকে ইজারা নিয়েছিল এবং তা সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে লুনা পানি ঠেকিয়ে মৎস চাষে মিঠা পানির মাধ্যমে চাষাবাদের মাধ্যমে সমানভাবে এ সুবিধাটুকু স্থানীয় কৃষকদেরও দেয়া হয়েছিল। বর্তমানে ৩ বছরের ইজারার মেয়াদ শেষ পর্যায়ে।
আগামী চৈত্র মাস-এ মেয়াদ শেষ হবে বলে জানান, সমিতির সম্পাদক নুরুল হোসেন। তিনি বলেন, আগামী ৩ বছরের জন্য পুনরায় সরকার যদি এ সমিতিকে ঢেমুশিয়া জলমহালটি ইজারা প্রদান করে, তবে এ ৩ বছরেও অন্তত সাড়ে ৯ লাখ টাকা রাজস্ব পাবে সরকার। ইতিমধ্যে এ সমিতি কর্তৃক কৃষকদের চাষাবাদে কোন প্রকার ক্ষতি হয়নি।
সুত্র জানায়, ইতিপুর্বে জলমহাল উন্মুক্ত থাকায় লুনা পানি দ্বারা কৃষকদের চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়। পশ্চিম বড়ভেওলা মৎসজীবী সমবায় সমিতি লিঃ তর্কৃক জলমহালটি পুনরায় পরিচালনা করা হলে কৃষকরা লুনা পানি থেকে নিরাপদে থাকবে এবং চাষাবাদেও ব্যাপক সুবিধা পাবে তারা। এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারী কামনা করেছেন সমিতির নেতৃবৃন্দ।