Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭:  49ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায় চার বিদেশি তরুণীকে। বুধবার (২২ ফেব্র“য়ারি) সকাল ১০টা ঢাবির বিভিন্ন সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা। তাদের মধ্যে জার্মানি থেকে এসেছেন লিয়া, সানিয়া ও জেরা এবং আমেরিকা থেকে এসেছেন এমিলিয়া।
বাংলাদেশ সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি কেমন তা জানার জন্য মার্কিন তরুণী এমিলিয়া জানান, বাংলাদেশ একটি সুন্দর দেশ, সাধারণ মানুষ একটু পরিবেশ সচেতন হলে এ দেশ আরও সুন্দর হয়ে উঠবে। মানুষকে উৎসাহিত করার জন্য পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে আমি আনন্দ পাচ্ছি।

জার্মান তরুণী লিয়া বলেন, আমি বাংলাদেশের মানুষকে খুবই পছন্দ করি। আমি ইতোমধ্যে বাংলাদেশের বরিশাল, ফরিদপুরসহ কক্সবাজর ভ্রমণ করেছি।এখানকার মানুষ খুবই খোলা মনের, বিশেষ করে এদেশের মানুষের পারিবারিক বন্ধন আমাকে বেশি আকৃষ্ট করে। আমাদের দেশে যা খুবই বিরল।
আরেক জার্মান তরুণী জেরা জানান, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, তাছাড়া এদেশের বিচিত্র ধরনের খাবার আমার খুবই পছন্দ, আমি বার বার বাংলাদেশে আসতে চাই। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঢাবি শিক্ষার্থী বলেন, যেখানে আমরা নিজেরাই নিজেদের চারপাশ ময়লা আবর্জনা দিয়ে সয়লাব করে ফেলি, কিন্তু কোন ভ্রুক্ষেপ করিনা। বিদেশি তরুণীরা আজ আমাদের চোখে আঙুল দিয়ে পরিবেশ সচেতন হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহন করেন।
উল্লেখ্য, তাঁরা সবাই জাতিসংঘের স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশে এসেছেন এদেশের মহিলা ও শিশু বিষয়ক স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করতে।