খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সাথে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) সহায়তায় গঠিত ”Urban Building Safety Project” নামক দ্বি-স্তর বিশিষ্ট তহবিলে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। পূবালী ব্যাংক লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা উপস্থিত ছিলেন।