Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭:  52ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় বাস চাপায় এক সিএনজি চালক সহ দুইজন নিহত হয়েছেন।আজ বুধবার দুপুর ১ টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জোরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন জানান, দুপুর একটার দিকে একটি সিএনজি অটো রিক্সা এক সড়ক থেকে অন্য সড়কে মোড় ঘুরানোর সময় দেশ ট্রাভলসের একটি যাত্রীবাহি বাস সিএনজি অটো রিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।

নিহত দুজনই সিএনজি অটো চালক বলে জানান এস আই ফরিদ। একজন সিএনজি চালানোর সময় অন্য সিএনজি চালক চালকের পার্শ্বে বসেছিলেন। পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করেছেন বলে জানান তিনি।