খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার মুল পরকিল্পনাকারি ও অরথ যোগানদাতা সাবকে এমপি অবঃ করণলে ডাঃ আব্দুল কাদরে খানকে ১০ দিনের পুলশি রিমান্ডে দয়িছেনে আদালত।
বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডশিয়িাল ম্যাজষ্ট্রিটে আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে দশ বচিারক মইনুল হাসান ইউসুব এই আদশে দনে।
কোট পুলশিরে এএসআই শাহআলম দশ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।