
এদিকে সেনবাগের অগোচালো রাজনীতি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় বিশেষ করে নোয়াখালী প্রতিদিনে বিশ্লেষণধর্মী একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে দলের হাই কমান্ডের নজরে আসে বিষয়টি। ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে ঘিরে সেনবাগের রাজনীতির শুভ লক্ষণ দেখছেন অনেকে। নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে সেনবাগের সর্বত্রই নেতাকর্মীদের মাঝে আনন্দ দেখা দিয়েছে। পরস্পর পরস্পরকে মিষ্টিমুখ করাচ্ছে। ২১ তারিখ রাতে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে হাজার হাজার নেতাকর্মী বিশাল আনন্দ মিছিল বের করে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম অমর একুশের কর্মসূচিতে যোগদানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। গতকাল এমপি সমর্থক কিছু দলীয় নেতাকর্মী সেবারহাট ও সেনবাগ রাস্তার মাথায় বিক্ষোভের চেষ্টা করে এবং একপর্যায়ে তা তারা প্রত্যাহার করে নেয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের উপস্থিতিতে গঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রকৃত দলীয় সমর্থক নয় বলে দাবি করেছেন অনেকে। নবগঠিত প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু জাফর টিপু নোয়াখালী প্রতিদিনকে বলেনÑ যারা সম্মেলন প্রস্তুতি কমিটির বিরুদ্ধে বিক্ষোভের উস্কানী দিচ্ছেন।
তারা মূলত চান না সেনবাগের রাজনীতির একটি গতি ফিরে আসুক। গতিহীন রাজনীতির সুবিধা নিতে তারা। ওবায়দুল কাদেরের কমিটি মানিনা, জেলা আওয়ামী লীগের কমিটি মানি না এমন সব শ্লোগান দিয়ে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আবু জাফর টিপু বলেনÑসেনবাগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দলের প্রয়োজনে সম্মেলন জরুরী তিনি সকলকে সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্বে নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক শকত হোসেন কানন নোয়াখালী প্রতিদিনকে জানান, ইনশাল্লাহ আমাদের নবগঠিত কমিটি যথাসময়ে সম্মেলন সমাপ্ত করতে সক্ষম হবে। এ লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। তিনি আরও বলেন আওয়ামী লীগের একটা বড় দল। এ দলে নানাবিধ মত থাকতে পারে, কিন্তু মতান্তর নাই। বিএনপি জামায়াত অধ্যুষিত সেনবাগের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান শক্ত করতে হবে সকল শতকে এক হয়ে কাজ করতে হবে। দলের না থেকে বাহিরে বাহিরে থাকলে তো প্রকৃত নেতা নির্বাচন সম্ভব নয় শওকত হোসেন কানন সকলকে ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি এবং সম্মেলন প্রসঙ্গে নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান ভূইয়া মানিক বলেন, আমরা কে এমপি হব, কে নেতা হব তা নির্ভর করবে সাংগঠনিক দক্ষতার উপর। সংগঠন যদি না থাকে, দল যদি না থাকে, তা হলে কিভাবে নেতা হবেন? দলের প্রয়োজনে এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। হাইকমান্ডের নির্দেশে গঠিত এ সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সেনবাগ আওয়ামী লীগকে তৈরী করতে হবে, বিএনপিÑজামায়াতের সাথে লড়াই করে এ আসন উদ্ধারে। আতাউর রহমান ভূইয়া মানিক বলেনÑ ডঃ জামাল সাহেব জয়নাল আবেদিন ফারুকের সাথে লড়াই করে ৭০ হাজার ভোট পান। এর কারণ হল তার ইমেজ ব্যক্তিত্ব সর্বোপরি প্রতি ইউনিয়নে তার নিজস্ব কর্মী বাহিনী ছিল। কিন্তু সেবার যদি দলের সব নেতা ডঃ জামালকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তেন তাহলে তিনি নির্বাচিত হতে পারতেন। এ প্রসঙ্গে আতাউর রহমান ভূঁইয়া মানিক আরও বলেন, বর্তমান সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত, তাই তার জনপ্রিয়তা যাচাই করা সম্ভম নয়। তবে ইউনিয়ন নির্বাচনে ইউনিয়ন পরিষদ তার মনোনীত সব চেয়ারম্যান প্রার্থীর শোচনীয় পরাজয় সংসদ সদস্যের জনপ্রিয়তার ইঙ্গিত বহন করে। তিনি এ প্রসঙ্গে বলেন, গত ৪ বছর কোন ইউনিয়নে দলের কমিটি নাই। যদি কমিটি থাকত, তাহলে ইউনিয়ন নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত। এ প্রসঙ্গে আতাউর রহমান ভূইয়া মানিক বলেন, প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ডে বিএনপির শক্তিশালী কমিটির রয়েছে। সুতরাং আমাদেরকে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এ জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দল টিকলে মোরশেদ সাহেব জামান সাহেব কিংবা আমি মানিক যাকে দলের হাইকমান্ড মনোনয়ন প্রদান করেন তিনিই নির্বাচিত হতে পারবেন। সুতরাং সকলের উচিত দলের সম্মেলন প্রস্তুতি কমিটিকে সহযোগিতা করে একটি সফল সম্মেলনের মাধ্যমে কর্মী-বান্ধব নেতৃত্ব নিশ্চিত করা। যারা আগামীতে নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারবে।