খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: জামালপুরে আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ পর্যন্ত ৭দিনব্যাপি আঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা প্রশাসন। বুধবার ২২ ফেব্রুয়ারী সকালে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সার্কিট হাউজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল সাবরিন, বিসিক জামালপুর এজিএম নীহার রঞ্জন দাস, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক খান মিলন, জেলা হস্তশিল্প সমিতির সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহিন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি শফিক জামান লেবু উপস্থিত ছিলেন।
জানা যায়, জামালপুর জেলা প্রশাসন, জামালপুর বিসিক, জামালপুর চেম্বার অব কমার্স এবং নাসিব ও বাংলাদেশ ব্যাংক এর সার্বিক ব্যবস্থাপনায় শহরের বৈশাখী মেলা মাঠে এ আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলার মূল উদ্দেশ্য হলো- এ অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিক্রয় ও বাজার জাত সম্প্রসারন তথা এ অঞ্চলের কৃষি, মৎস্য, ও সাধারণ উদ্যোক্তাদের মাঝে উৎসাহ সৃষ্টি করা। মেলায় মোট ৫০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে তবে বিশেষ চাহিদা সৃষ্টি হলে ৬০টি স্টল বরাদ্দ রাখা যাবে।
আগামী ২৪শে ফেব্রুয়ারী বিকেলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ভোধন করবেন বলে জানা গেছে।