
ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল এর সভাপতি মাহবুবুর রহমান রানাকে গতকাল সন্ধ্যায় ময়মনিসংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে থেকে পুলিশ গ্রেফতার করায় এবং পিরোজপুর পৌর ছা্ত্রদল সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল ফকির ও ফেনী ফুলগাজী উপজেলা ছাত্রদল নেতা আবদুল কাদের জিলানী আজ আদালতে জামিন চাইলে আদালত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করায় করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মোঃ আকরামুল হাসান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিনত করলেও তাদের গ্রেফতার করা হয়না। অথচ ছাত্রদল নেতা-কর্মীরা কিছু না করলেও রুটিন করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্রদল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। একই সাথে ভূয়া, বানোয়াট আর মনগড়া মামলায় ছাত্রদল নেতা-কর্মীরা আদালতে জামিন চাইলে একের পর এক তাদের জামিন বাতিল করা হচ্ছে । আমরা এটিকে কোনো ভাবেই গ্রহণযোগ্য মনে করছি না। আদালতের ওপর ভর করে বিরোধী মতের ছাত্রনেতাদের এভাবে জেলে পাঠানো নজিরবিহীন। ছাত্রদল নেতারা স্থানীয় পর্যায়ে পরিচিত মুখ কিন্তু আজ্ঞাবহ আদালত আইনের অপপ্রয়োগ করে তাদের জেল হাজতে পাঠিয়েছে যা কোন ভাবেই কাম্য নয়।
নেতৃদ্বয় অবিলম্বে সরকারের এই জুলুম নির্যাতন বন্ধের আহবান জানান এবং গ্রেফতারকৃত সকল ছাত্রনেতাদের মুক্তি দাবি করেন।