খােলা বাজার২৪, সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারী পরোয়ানার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি এম ডি বদিউজ্জামান শেখ রুবেল নেতৃত্বে বিক্ষোভ মিছিল করায় জেলা ছাত্রদল নেতা ও পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ রুবেল সহ পৌর ছাত্রদলের সহ সম্পাদক এফ এম মারজান সোহেল এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়।
আজ সেই মামলায় সদর কোর্টে হাজিরা দিতে গেলে জামিন না মনজুর করে জেল হাজতে প্রেরন করা হয়। ছাত্রনেতা সোহেলের মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান জেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি ও পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম ডি বদিউজ্জামান শেখ রুবেল।