Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭: 6এক সময়ে ট্রেনে টিকিট পরীক্ষকের চাকরি করতেন। কিন্তু খ্যাতির শীর্ষে ওঠার পরে স্বাভাবিকভাবেই রেলের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির। শেষ কবে ট্রেনে চড়েছিলেন, তা হয়তো নিজেও মনে করে বলতে পারবেন না।
প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি আবারও ট্রেনে চড়লেন। এবং সাতসকালে এসে নামলেন হাওড়া স্টেশনে। ভিভিআইপি অতিথির আসার খবর আগে থেকে ছিল। ফলে ভিড় নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছিল পুলিশ। জাতীয় দলের নেতৃত্ব নিজেই ছেড়েছেন। আইপিএল ফ্র্যান্চাইজি পুণে নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছে। কিন্তু এম এস ধোনির জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, ট্রেন থেকে সানগ্লাস চোখে মাহি বেরিয়ে আসতেই তার প্রমাণ পাওয়া গেল। শুরু হয়ে গেল প্রবল ধাক্কাধাক্কি।

ইডেনে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে আসা ঝাড়খণ্ড দলের সঙ্গে ট্রেনে চেপেই হাওড়া আসেন দলের অধিনায়ক ধোনি। চাইলে আলাদা বিমানে আসতেই পারতেন। কিন্তু অধিনায়ক ধোনি নিজের রঞ্জি দলের সতীর্থদের সঙ্গেই ট্রেনে করে আসার সিদ্ধান্ত নেন। সেই মতো মঙ্গলবার রাতেই রাঁচি থেকে ট্রেনে ওঠেন মাহি।
কয়েকদিন আগেই আইপিএল-এর দল পুণে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে। পুণে দলের মালিকও কলকাতার বাসিন্দা। ইচ্ছাকৃতভাবেই হোক বা নিছক কাকতালীয়ভাবে, সেই কলকাতাতেই ট্রেনে চেপে এসে মাহি প্রমাণ করলেন, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তিনি প্রকৃত অধিনায়ক।